পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাহফুজ মজুমদার (৪০) নামের একজন ভুয়া ডাক্তার আটক করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার পুলেরঘাট বাজারের ইউনাইটেড ক্লিনিকে এ ঘটনাটি ঘটে। তিনি ঢাকার দক্ষিণখান এলাকার আবদুল খালেকের পুত্র।
জানা যায়, নিজের পরিচয় গোপন রেখে মাহফুজ মজুমদার এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে উপজেলার পুলেরঘাট বাজারের ইউনাইটেড ক্লিনিকে কিছুদিন যাবত রোগী দেখে আসছিলেন। এ সময় ব্যবস্থাপত্রের লেখা দেখে সন্দেহ হলে বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবগত করেন কয়েকজন রোগী।
অভিযোগের প্রেক্ষিতে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনওয়ারুর রউফ ওই চিকিৎসককে তার কার্যালয়ে উপস্থিত করার জন্য নির্দেশ দেন ইউনাইটেড ক্লিনিক কর্তৃপক্ষকে। পরে ক্লিনিক কর্তৃপক্ষ ওই ভুয়া চিকিৎসককে পাকুন্দিয়া হাপাতালে নিয়ে আসেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনওয়ারুর রউফ তাকে চ্যালেঞ্জ করলে তিনি এমবিবিএস পাস নন বলে স্বীকার করেন এবং উপস্থিত সকলের কাছে তার কৃতকর্মের জন্য হাতজোড় করে মাফ চান। পরে তাকে থানা পুলিশের হেফাজতে দেয়া হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আনওয়ারুর রউফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই ভুয়া ডাক্তারকে আটক করে তার এমবিবিএস পাস সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি এমবিবিএস পাস নন বলে স্বীকার করেন। এছাড়াও তিনি কোনো পরীক্ষার সার্টিফিকেট দেখাতে পারেননি।
পাকুন্দিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার পিপিএম জানান, ভুয়া চিকিৎসকের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।