সংবাদদাতা ।।
নিকলী উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত নিকলী গোল্ডকাপ ফুটবল খেলা বুধবার নিকলী খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আফতাব উদ্দীন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আক্তার, নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার বুরহান উদ্দীন প্রমুখ।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় গুরুই ইউনিয়ন ও কারপাশা ইউনিয়ন। নির্ধারিত সময়ে খেলার ফল নিষ্পত্তি না হওয়ায় ট্রাইবেকারে গুরুই ইউনিয়ন দল বিজয়ী হয়।
ছবি সংগ্রহ : কারার তুলিপের ফেসবুক টাইমলাইন