কদম ফুলের আত্মকাহিনী

শাইলা পারভীন সুমা ।।

 

 

বর্ষার কদম ফুলের আত্মকাহিনী!

ফুল কিনবেন ফুল,

বর্ষার কদম ফুল

একটির দামে দুটি ফুল!

যদি জিজ্ঞেস করেন দুটি কেন?

আমি বলবো, আমিও কিছুদুর পড়াশোনা করেছিলাম!

তারপর অভাবের সংসার চলে না!

দুটি সংখ্যাবাচক হলো

আপনি যাকে ভালোবেসে ফুলটি দিবেন,

সে আর আপনি!

আমার অভাব ঘটেছে আর

আপনারই কাছে আছে সুযোগ

সে  অভাব পূরণ করার

আমিও জানি সেই কবিতাটি,

বিশ্ব সংসার তন্ন তন্ন করে খোঁজে এনেছি ১০৮টা কদম ফুল

না হয় যোগাড় করলেন ভালোবাসার মানুষটির জন্য,

আর আমার ও একসাথে একশো আটটি কদম ফুল বিক্রি হয়ে যাবে,

আমার অভাব ঘটেছে,

আর আপনারই কাছে আছে সে সুযোগ

অভাব পূরণ করার!

 

Shailashoma@gmail.com

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!