নিকলীর বাজারে মৌসুমের প্রথম লিচুতে আগ্রহী ক্রেতারা

কারার ইমরান মাহাদী নিয়ন, নিজস্ব প্রতিনিধি ।।

মাঝ বৈশাখে সারা দেশের মতো নিকলীর বাজারে এসে গেছে মৌসুমী ফল লিচু। গতকাল মঙ্গলবার (১ মে) রাতে নিকলীতে প্রথম লিচুর এই চালান আসে।

মৌসুমের প্রথম দিকের লিচু হওয়ায় কিছুটা টক স্বাদ রয়েছে এই লিচুর। দেখতে টসটসে এই ফলটি ছোট-বড় সবার খুব প্রিয়। তাই কিছুটা টক হলেও টক স্বাদই নিচ্ছেন ক্রেতারা। অনেকেই শখের বশেও কিনছেন লিচু।

নিকলী সদর টিক্কলহাটির ফল ব্যবসায়ী মো: আওয়াল মিয়া বলেন, এলাকার প্রথম চালান। তাই লিচুটা একটু টক। অনেকে বছরের প্রথম লিচু হিসেবে শখ করেও কিনছেন। প্রতি মোঠায় ৫০টি করে লিচু বাধা হয়েছে। দাম রাখা হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। প্রায় দুই হাজার লিচু আনছি। এই চালানে সাড়া পেলে পরবর্তীতে লিচুসহ আরো মৌসুমী ফল আনবো ভাবছি।

নিকলীতে গ্রীষ্মকালীন ফলের ফলন তেমন নেই। এজন্য বেশিরভাগ ফল বাইরে থেকে আসে। যার বেশিরভাগ ফলে ক্ষতিকারক রাসায়নিক মেশানো থাকে। ক্রেতাদের একটা বড় অংশ জানেন না এই রাসায়নিকের ক্ষতির দিকগুলো। ফলে খুব সহজেই নানান রোগে আক্রান্ত হচ্ছেন।

এ অবস্থায় সচেতন মহল মনে করেন ভেজাল মিশ্রিত ফল প্রতিরোধে সরকারি পর্যায় থেকে মৌসুমের শুরুতেই ব্যবস্থা নেয়া প্রয়োজন। কিছু উদ্যোগ গ্রহণ করা হলে সাধারণ মানুষকে কিছুটা হলেও ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব। এজন্য যা করা যায় : ব্যাপক সচেতনতামূলক প্রচারণা, ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত দ্রব্যগুলো বাজারে ঢোকার প্রবেশপথে চেক করা, বিক্রয় কেন্দ্রগুলোতে নিয়মিত মনিটরিং করা।

Similar Posts

error: Content is protected !!