হাটহাজারীতে ধষর্ণের চেষ্টা, একজন আটক

মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।

হাটহাজারী উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকা থেকে ধষর্ণের অভিযোগে মোঃ আলম (৪০) নামে একজনকে আটক করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। গত শনিবার উপজেলার ১নং ফরহাদাবাদ ইউপির ৫নং ওয়ার্ডস্থ এলাকার এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ওই এলাকার মৃত ছিদ্দিক আহম্মদের পুত্র মোঃ আলমকে আটক করে মডেল থানা পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মডেল থানা একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৪১ (২৯.৪.১৮)।

পুলিশ জানায়, হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সৈয়দ বাড়ির এক মহিলাকে বাড়িতে একা পেয়ে একই বাড়ির মোঃ আলম গত শনিবার ভোরের দিকে ধর্ষণের চেষ্টা করে। পরে ওই মহিলা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসলে সে পালিয়ে যায়। ভুক্তভোগী ওই মহিলা পরে হাটহাজারী মডেল থানায় এসে মোঃ আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে হাটহাজারী মডেল থানা পুলিশের এসআই আনিস আল মাহামুদ বলেন, উপজেলার ফরহাদাবাদ এলাকার ৫নং ওয়ার্ডের সৈয়দ বাড়ির এক মহিলাকে একই বাড়ির মোঃ আলম নামে একজন ধর্ষণের চেষ্টা করে। ভুক্তভোগী ওই মহিলা থানায় এসে একটি মামলা দায়ের করেছেন। মামলা হলে আমরা ফোর্স নিয়ে ফরহাদাবাদের নোয়াহাট বাজার থেকে তাকে আটক করি। আটককৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাংগীর এ ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

Similar Posts

error: Content is protected !!