হাটহাজারীতে নবজাতকের গলিত লাশ উদ্ধার

মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।

হাটহাজারী পৌরসভার রঙ্গীপাড়া এলাকার সওদাগর বাড়ির পরিত্যক্ত পুকুর থেকে নবজাতকের বেওয়ারিশ ও গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভার রঙ্গীপাড়া এলাকার একটি পুকুরে বুধবার (২ মে) সকাল সাড়ে আটটার দিকে ৭ মাস বয়সি নবজাতকের লাশটি দেখতে পায়। এ সময় এলাকার হাজার হাজার জনতা পুকুর পাড়ে আসে লাশটি দেখার জন্য।

এসআই নিমাই চন্দ্র পাল জানান, খবর পেয়ে নবজাতকের লাশটি বেলা ১২টায় উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে কোনো নারী অবৈধভাবে গর্ভধারণ করে, সমাজে লোকলজ্জার ভয়ে রাতের অন্ধকারে গোপনে গর্ভপাত ঘটিয়ে পুকুরের পানিতে ফেলে দেয়। লাশ চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপরে থানায় একটি অপমৃত্যু মামলা রের্কড করা হয়েছে।

এদিকে বেওয়ারিশ শিশুর লাশ উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয় নারী-পুরুষের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়েছে। সমাজে ব্যাভিচার ও হিংস্রতার কারণে লোকলজ্জায় গোপনে গর্ভপাত ঘটিয়ে শিশুটিকে পরিত্যক্ত পুকুরে ফেলে দেয়ায় এক প্রকার ক্ষোভ প্রকাশ করে। কি অপরাধ ছিল নবজাতকটির? কেন নিজের লালসার কারণে পৃথিবীর আলো দেখার আগে করুণ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হল! হাজারো নারী-পুরুষ দেখতে ছুটে এসে এমনই মন্তব্য করতে দেখা গেছে ঘটনাস্থলে।

Similar Posts

error: Content is protected !!