ঢাকাস্থ নিকলী সমিতির ইফতার-২০১৮ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।।

গতকাল শুক্রবার (৪ মে ২০১৮) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমী চত্বরে ঢাকাস্থ নিকলী সমিতির নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় আলোচ্য বিষয় ছিলো : আসন্ন রমজান মাসে ইফতার মাহফিল আয়োজন, ঈদ পরবর্তী নিকলীর সফল ও বিশেষ ব্যক্তিদের সম্মাননা প্রদান এবং সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুশতাক আহম্মদ লিটন।

আলোচনা শেষে জানানো হয়, রমজানের মাঝামাঝি সময়ে ঢাকাস্থ নিকলী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। ঈদুল ফিতর শেষে নিকলীর সফল ও বিশেষ ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হবে। সমিতির সকল সদস্যকে নির্দিষ্ট হারে নিয়মিত চাঁদা আদায় এবং নতুন সদস্য সংগ্রহে ঢাকায় অবস্থানরত নিকলীবাসীদের সাথে যোগাযোগ তৈরি করা।

এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় সভা শুরুর প্রাক্কালে ঢাকায় অবস্থানরত নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম এবং মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কারার মাহমুদা পারভীন সমিতির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

Similar Posts

error: Content is protected !!