নাটকীয় প্রত্যাবর্তন ধরে রাখতে পারলো না ছাতিরচর একাদশ

বিশেষ প্রতিনিধি ।।

ব্যাপক লোক সমাগমের মধ্য দিয়ে বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো নিকলী উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা। মুখোমুখি হয় দামপাড়া ইউনিয়ন একাদশ ও ছাতিরচর ইউনিয়ন একাদশ। হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের মাঝে।

dampara_chatircar

খেলার ৫ মিনিটেই প্রথম গোল করার সুযোগ কাজে লাগিয়ে ১-০ গোলে এগিয়ে যায় দামপাড়া ইউনিয়ন একাদশ। গোল খেয়ে কিছুটা মানসিকভাবে চাপের মুখে পড়ে ছাতিরচর ইউনিয়ন একাদশ। যার ফলশ্রুতিতে ২৫ মিনিটে আরো একটি গোল হজম করতে হয় তাদের (২-০)। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

প্রথমার্ধ শেষে বিরতির সময় নিজেদের আক্রমণ কৌশল নতুন করে সাজিয়ে খেলায় ফেরার প্রত্যয় নিয়ে দ্বিতীয়ার্ধ্ব শুরু করেন ছাতিরচর একাদশের খেলোয়াড়েরা। প্রচুর চাপ প্রয়োগ করতে থাকে দামপাড়া একাদশের ওপর। তখনো খেলা ২-০ গোলে এগিয়ে ছিলো দামপাড়া একাদশ। খেলার একেবারে শেষ মুহূর্তে নাটকীয় প্রত্যাবর্তন হয় ছাতিরচর একাদশের। মুহুর্মুহু আক্রমণ করে দামপাড়া একাদশের রক্ষণভাগে চিড় ধরাতে সক্ষম হয়। ৮৫ ও ৮৮ মিনিটে পরপর ২ গোল করে খেলায় সমতা আনতে সক্ষম হয় ছাতিরচর একাদশের খেলোয়াড়েরা (২-২)। এ আনন্দ-হতাশার দোলাচলে ২-২ গোলে ড্র ফলে শেষ হয় খেলার নির্ধারিত ৯০ মিনিট। খেলা গড়ায় টাইব্রেকারে।

কানায় কানায় পূর্ণ দর্শক গ্যালারি
কানায় কানায় পূর্ণ দর্শক গ্যালারি

পেনাল্টি কিকের প্রথম ৪ শটেই নির্ধারিত হয়ে যায় খেলার ভাগ্য। একে একে দামপাড়া একাদশ বল জালে ঢুকাতে সক্ষম হলেও নদীভাঙনে ক্রমশ ছোট হয়ে আসা ছাতিরচর ইউনিয়নের খেলোয়াড়েরা কেবল একবার বল জালে ঠেলতে সমর্থ হন। সেই সুবাদে দামপাড়া একাদশ ৩-১ গোল ব্যবধানে ছাতিরচর একাদশকে টপকে যায়।

একমাত্র হলুদ কার্ড দেখে দামপাড়া একাদশ। রেফারির দায়িত্বে ছিলেন এম এ কাহহার, সহ-রেফারি ছিলেন মাসুদ ও নয়ন। অতিথির আসনে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল আলম ও নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার বুরহান উদ্দীন।

 

৪ সেপ্টেম্বরের খেলা : সিংপুর একাদশ বনাম জারুইতলা একাদশ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!