ছাত্রনেতা রনির মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে হাটহাজারীতে মানববন্ধন

মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।

চট্টগ্রামের ছাত্রনেতা নুরুল আজিম রনি’র বিরুদ্ধে আনীত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রতারক রাশেদ মিয়াকে গ্রেফতারের দাবিতে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়ন ছাত্র-জনতা ঐক্য পরিষদের উদ্যোগে রোববার (৬ মে ২০১৮) এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার সরকারহাট বাজারে মানববন্ধন চলাকালে চট্টগ্রাম নাজিরহাট সড়কে প্রায় ৪০ মিনিট তীব্র যানজট সৃষ্টি হয়। এসময় মানববন্ধনকারীরা চট্টগ্রাম মহানগর ছাত্রনেতা নুরুল আজিম রনির বিরুদ্ধে আনীত মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান। পাশাপাশি প্রতারক রাশেদ মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় ঐক্যবদ্ধ হয়ে ছাত্র সমাজকে সাথে নিয়ে আরো কঠোর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ছাত্রনেতা মোঃ আকরাম হোসেনের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, পাচঁলাইশ থানা ছাত্রলীগ নেতা মোঃ খোরশেদ আলম, মোঃ শাহজাদা চৌধুরী, মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম রুবেল, জীবন সেন, বিপুল দত্ত, আবু বক্কর, মোঃ ইসমাঈল, সৌরভ, জিয়া উদ্দিন বাপ্পু, খোরশেদ, মিজান; শিক্ষার্থীদের পক্ষে মোঃ মুন্না প্রমুখ।

Similar Posts

error: Content is protected !!