হাটহাজারীতে ইয়াবাসহ বিক্রেতা আটক

মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।

চট্টগ্রামের হাটহাজারীতে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইসমাঈল হোসেন সুমন (৩৫) নামের এক ব্যক্তিতে আটক করেছে মডেল থানা পুলিশ। রোববার সকাল সাড়ে ৯টার দিকে মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল এলাকা থেকে মডেল থানা পুলিশ তাকে ইয়াবাসহ আটক করে। আটককৃত সুমন চারিয়া বোর্ড স্কুল এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র।

অভিযান পরিচালনাকারী এসআই তানজির আহমেদ এ প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরিফ ও সঙ্গীয় ফোর্স নিয়ে মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল এলাকাতে গিয়ে সুমনকে আটক করি। এসময় তার দেহ তল্লাশী করে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রয়ের সাথে জড়িত বলেও তিনি জানান। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে। যার নং ১১/৬-৫-১৮ ইং।

মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর সত্যতা স্বীকার করে বলেন, ইয়াবা সহ আটক হওয়া ব্যক্তিতে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!