মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।
কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের কাঠের আঘাতে চট্টগ্রামের হাটহাজারীতে আলী আকবর নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৬ মে ২০১৮) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আলী আকবর ফতেপুর হাঁচি মোস্তার শাহ মাজার সংলগ্ন শামসু বাড়ির মৃত ফয়েজ আহমেদের পুত্র। ঘাতক সোহেল চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট খাইর বাড়ির আবদুস শুক্কুরের পুত্র।
এ ব্যাপারে নিহতের ভাই তিনজনকে আসামি করে হত্যা মামলা রুজু করেন। তার সংসার জীবনে এক স্ত্রী, ২ কন্যা ও ১ পুত্র সন্তান রয়েছে। সোমবার সকালে থানার এসআই একরাম উল্লাহ অভিযান চালিয়ে ঘাতক সোহেলসহ ৩জন ঘাতককে আটক করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলাধীন ফতেপুর কুলাল পাড়া এলাকায় নিহত আলী আকবর সেফটি ট্যাংকের নির্মাণ কাজ করতে আসেন। বিকেল সাড়ে ৩টার দিকে কর্মস্থলে ঘাতক সোহেলের সাথে নিহত আলী আকবরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহেল কাঠ দিয়ে আকবরের মাথায় আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রচণ্ড আঘাতে মাথা থেকে অধিক রক্তক্ষরণ হয়। সে মাটিতে নুইয়ে পড়লে মুমুর্ষ অবস্থায় স্থানীয় লোকজন দেখে দ্রুত উদ্ধার করে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় রোববার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এদিকে পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে ঘাতক সোহেলসহ ৩জনকে আটক করে। সোহেল একজন ফুল মিস্ত্রি বলে জানা যায়। তবে কি কারণে এ হামলা হয়েছে তার কোনো সুরাহা পাওয়া যায়নি।
মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, এক নির্মাণ শ্রমিক নিহতের সাথে জড়িত সোহেল নামের একজনকে আটক করেছে পুলিশ। তদন্ত করে ঘটনার রহস্য উন্মোচন করা হবে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।