আসন্ন রমজানে অফিস সূচিতে পরিবর্তন

আমাদের নিকলী ডেস্ক ।।

পবিত্র রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস শুরু হবে সকাল নয়টায়। শেষ হবে বেলা সাড়ে তিনটায়।

অফিসের নতুন এই সময়সূচির সিদ্ধান্ত জানিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার (৭ মে ২০১৮) অনুষ্ঠিত বৈঠকের পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে নতুন এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

রমজানে দুপুরে নামাজ আদায়ের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি দেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক হয়। পরে সচিবালয়ে বৈঠক সম্পর্কে জানানো হয়।

মন্ত্রিসভায় জরিমানা বাড়িয়ে যৌতুক নিরোধ আইনের খসড়া অনুমোদন করা হয়। প্রস্তাবিত এই আইন অনুসারে কেউ যৌতুকের বিষয়ে মিথ্যা মামলা করলে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড পেতে হবে।

এ ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রস্তাবিত আইনে এটি নতুন ধারা। আইনে যৌতুক দাবির জন্য আগের নিয়ম অনুসারে কারাদণ্ড ৫ বছর ও জরিমানা নির্দিষ্ট করা হয়েছে। যৌতুক দেওয়া ও নেওয়ার ক্ষেত্রেও জরিমানা বাড়ানো হয়েছে। জরিমানা সর্বোচ্চ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে কারাদণ্ড আগের মতোই সর্বোচ্চ ৫ বছর ও কমপক্ষে ১ বছর ঠিক রাখা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক। ছবি: ফোকাস বাংলা

সূত্র : রমজান মাসে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা  [প্রথম আলো, ৭ মে ২০১৮]

Similar Posts

error: Content is protected !!