জাগো, ওঠো, জাগাও বাংলার নাভিমূল, হাওর বাঁচাও

আবদুল্লাহ আল মহসিন ।।

‘জাগো, ওঠো জাগাও বাংলার নাভিমূল, হাওর বাঁচাও’ এই শ্লোগান নিয়ে কিশোরগন্জে ৪দিনব্যাপী হাওর অভিযাত্রা শুরু হয়েছে। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জেলার বাজিতপুর উপজেলা থেকে শুরু হয়েছে এ অভিযাত্রাটি। চার দিনব্যাপী অভিযাত্রা ৩ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত কিশোরগন্জের নিকলীর হাওর হয়ে অষ্টগ্রাম, মিঠামইন, ইটনা, নেত্রকোনার খালিয়াজুরী, সুনামগন্জের দিরাই শাল্লা হয়ে হবিগন্জের আজমিরীগন্জ গিয়ে শেষ হবে। হাওরবাসী আয়োজিত অভিযাত্রায় পরিবেশবিদ, গবেষক, সমাজকর্মী, মিডিয়াকর্মী, অধ্যাপকসহ ৫০জনের মতো নানা শ্রেণী-পেশার লোকজন অংশগ্রহণ করছে। হাওরের জীববৈচিত্র রক্ষা, হাওরের পানি প্রবাহের বাধা দূরীকরণে জনসচেতনতা সৃষ্টিসহ ১০দফা দাবি বাস্তবায়নে সহায়ক হিসাবে কাজ করছে অভিযাত্রিক দল।

উল্লেখ্য, এর আগে ২ সেপ্টেম্বর বুধবার ঢাকা রিপোর্টাস ইউনিটির মিলনায়তনে হাওর এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভায় অভিযাত্রী বিষয়ে জানানো হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!