কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। বিশ্বনন্দিত অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈত্রিক ভিটায় আজ বুধবার (৯ মে ২০১৮) এই মেলা শুরু হয়েছে।
জানা গেছে, বিশিষ্ট চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ জমিদার হরি কিশোর রায় চৌধুরী প্রায় ২শ’ বছর আগে শ্রী শ্রী কাল ভৈরব পূজার মাধ্যমে এই মেলার প্রচলন করেন। প্রতি বছর বৈশাখ মাসের শেষ বুধবার থেকে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
বিশিষ্ট ছড়াকার সুকুমার রায়ের বাবা প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। ১৮৬০ সালে জন্ম গ্রহণ করেন ছড়াকার সুকুমার রায়ের পুত্র অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। দেশ বিভাগের পর উপেন্দ্র কিশোর রায় স্বপরিবারে কলকাতায় চলে যান। বর্তমানে বাড়িটি সরকারের রাজস্ব বিভাগের তত্ত্বাবধানে রয়েছে।
পাঁচদিন ব্যাপী এই মেলায় বিভিন্ন স্থান থেকে কবি, সাহিত্যিক ও দর্শনার্থীদের সমাগম ঘটে। কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান কেয়া বলেন, “মেলার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার পদক্ষেপ নেয়া হয়েছে।’