কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এপ্রোন, ব্যাগ ও ছাতা বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার (১১ মে ২০১৮) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ডাঃ হালিমা আক্তার (এমওসিসি), পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, ডাঃ আলী হোসেন (এমওএমসিএইচ), সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা আয়েশা খন্দকার, মসূয়া ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী প্রমূখ উপস্থিত ছিলেন।