জমজমাট সাহিত্য-সংস্কৃতি আড্ডা

নিকলী উপজেলাভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘আমাদের নিকলী ডটকম’-এর উদ্যোগে শুক্রবার ৪ সেপ্টেম্বর এক উন্মুক্ত সাহিত্য সাংস্কৃতিক আড্ডা অনুষ্ঠিত হয়। নিকলী বেড়ীবাঁধে অনুষ্ঠিত এ আড্ডায় উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক গবেষক মোহাম্মদ আশরাফুল ইসলাম, গণসংগীত শিল্পী সৈয়দ নূরুল আউয়াল তারা মিঞা, কবি ও প্রাবন্ধিক ইসমাইল হোসেন মুফিজী, শাহ মোহাম্মদ আহসান উল্লাহ, সাহিত্যানুরাগী সার্জেন্ট (অব:) মো: হারুন আল কাইয়ুম, নিকলী প্রেসক্লাব সাধারণ সম্পাদক খায়রুল মোমেন স্বপন, সাংস্কৃতিক কর্মী শেখ উবাইদুল হক সম্রাট, আমাদের নিকলী ডটকম প্রতিনিধি আবদুল্লাহ আল মুহসিন প্রমুখ।

sahitto_adda-1
‘আমাদের নিকলী ডটকম’-এর কো-অর্ডিনেটর মোহাম্মদ আজমল আহছানের সঞ্চালনায় উন্মুক্ত এ আড্ডা বিকেল ৪টা থেকে শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আড্ডায় ছড়া কবিতা গল্প পাঠসহ সাহিত্য নিয়ে বক্তৃতা ও মতবিনিময় হয়।


বেড়িবাঁধে ঘুরতে আসা জনসাধারণও এ আড্ডা উপভোগ করেন। আমাদের নিকলী ডট কম-এর উদ্যোগে নিয়মিত এরকম আরো আড্ডার আয়োজন করা হবে বলে জানা গেছে।

 

আড্ডার পূর্ণাঙ্গ আলোচনা পরবর্তীতে সংযুক্ত করা হবে…

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!