ইতালিতে বিপাকে দশ হাজার অবৈধ বাংলাদেশী শ্রমিক

আমাদের নিকলী ডেস্ক ।।

পাসপোর্টে কোনো পরিবর্তন করা যাবে না, সরকারের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন ইতালিতে থাকা প্রায় দশ হাজার অবৈধ বাংলাদেশী শ্রমিক।

দেশটিতে এসে রাজনৈতিক আশ্রয় কিংবা মানবিক কারণ দেখিয়ে বৈধতার আবেদন করলেও দূতাবাস থেকে নতুন নামে পাসপোর্ট ইস্যু না করায় চরম হতাশায় রয়েছেন এসব বাংলাদেশিরা। এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

তবে শ্রমিকদের নাম ঠিকানা পরিবর্তনে সবশেষ সময় বেঁধে দেয়ার জন্য সরকারের কাছে আবেদনের কথা জানিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশর রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার।

সূত্র : ইতালিতে বিপাকে দশ হাজার অবৈধ বাংলাদেশী শ্রমিক  [সময় নিউজ, ৯ মে ২০১৮]

Similar Posts

error: Content is protected !!