আজমল আহসান ।।
সুন্দর ঘরোয়া পরিবেশে একটি অভিষেক অনুষ্ঠান হয়ে গেল মে ১১, ২০১৮। এটির কৃতিত্বের দাবিদার আসলে সকলেই। তবে বিশেষ করে যাঁরা অক্লান্ত পরিশ্রম করে এটিকে সার্থক করার পেছনে কাজ করেছেন অতীতে ও বর্তমানেও কাজ করছেন এবং কাজ করেছেন ঢাকায় অবস্থানরত কিশোরগঞ্জবাসী বিভিন্ন প্রিন্টিং, ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণকে একত্রিত করতে তাঁরা আসলেই বিরাট একটি মহৎ কাজ করেছেন। তাঁরা সত্যিই অভিবাদন পাওয়ার যোগ্য।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে সদস্যবৃন্দ উপস্থিত হয়েছিলেন পরিবার সমেত জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে। হয়ে উঠেছিল একটি পারিবারিক অনুষ্ঠান, এক খণ্ড কিশোরগঞ্জবাসীর মিলনমেলা। সৌজন্য বিনিময়, কথোপকথন। কত কি। উপস্থিত হয়েছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি, দেশবরেণ্য ও প্রথিতযশা সাংবাদিক সাহিত্যিক রাহাত খান, জাতীয় স্মৃতি সৌধের ভাস্কর হামিদুল ইসলাম খান-এঁর মতো বিখ্যাত সকল মানুষজন।
সংগঠনটি যদি করা না হতো তাহলে জানাই যেত না যে, দেশবরেণ্য এই সাংবাদিক, দেশবেরেণ্য ভাস্কর ছাড়াও যে আরো কত শত গুণী সন্তান আছেন আমাদের কিশোরগঞ্জের। তাঁরা রয়ে যান অন্তরালেই। তাঁদের মতো আরো অনেক দেশবরেণ্য সাংবাদিক আছেন যাঁদের আমরা অনেকেই চিনি না, জানিও না। এই মিলনমেলায় উপস্থিত হয়ে চেনা হল, জানা হল অনেককেই। দীর্ঘায়ু হোক কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম।