খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর পরিচিতি ও মতবিনিময় সভা সোমবার (১৪ মে ২০১৮) দুপুরে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াহ ইয়া খানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও নিকলী আওয়ামীলীগ সভাপতি মো. ইসহাক ভূইয়া এমএ, ভাইস চেয়ারম্যান রৌশন আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আবুবকর সিদ্দিক, সাবেক ডেপুটি কমান্ডার বাবু গোপাল চন্দ্র দাস, উপজেলার ৭ ইউনিয়নের ৬ চেয়ারম্যান, বিভিন্ন সরকারি, বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি ও গণমাধ্যম কর্মীবৃন্দ।