সংবাদদাতা ।।
মোস্তফা (১৮) নামে এক যুবক গলায় রশি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। মোস্তফা নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আবদুল হাসিমের ছেলে বলে জানা যায়। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার রাতে কোনো এক সময় পাশের বাড়ির খোকনের একটি আঁতা গাছের ডালে রশি দিয়ে ফাঁসিতে ঝুলে সে আত্মহত্যা করে। আত্মহত্যার কারণ জানা যায়নি। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছে।