চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজে বার্ষিক সাংস্কৃতিক সপ্তাহ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।।

ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৮ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়।

অধ্যক্ষ মকবুল আহম্মেদের সভাপতিত্বে চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ এ কে এম শিবলী, সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম, শেখর কুমার রায়, নূরুন্নাহার বেগম, শিক্ষক পরিষদ সম্পাদক কবি মহিবুর রহিম, সিনিয়র প্রভাষক চন্দন কুমার দত্ত, শফিকুল ইসলাম, মো. আবুল কাশেম, রফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া খান, স্বর্ণা আক্তার ও ইসরাত খন্দকার।

অনুষ্ঠানে অধ্যক্ষ মকবুল আহাম্মদ বলেন, এখন থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মতো বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়মিত অনুষ্ঠিত হবে। যার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধার বিকাশ ঘটাতে পারবে।

সঙ্গীত, নৃত্য, ধারাবাহিক গল্পবলা, উপস্থিত বক্তৃতা, একক অভিনয়, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তিসহ মোট ১০ ইভেন্টে সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১ম, ২য়, ৩য় হিসেবে প্রতিযোগীদের নির্বাচন করা হয়।

আগামী ৩০ মে রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির মাধ্যমে প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে বাঁশি পরিবেশন করেন সজিব খন্দকার, শিক্ষকদের মধ্যে পুঁথিপাঠ করে শোনান কবি মহিবুর রহিম ও শাহিন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক শাহিন মিয়া।

Similar Posts

error: Content is protected !!