খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
নিকলীতে মঙ্গলবার (১৫ মে ২০১৮) রাতে নজিরবিহীন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপর্যুপরি কুপিয়ে ছিনতাইয়ের ঘটনা এ উপজেলায় প্রথম ও নজিরবিহীন বলে আতঙ্কিত এলাকাবাসী। ঘটনার শিকার উপজেলা সদরের দোয়ারহাটি গ্রামের সাইকুল মিয়ার পুত্র অন্তরকে (১৭) নিকলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, নিকলী উপজেলা সদরের দোয়ারহাটি গ্রামের সাইফুল মিয়ার পুত্র অন্তর একটি বেকারি সামগ্রী প্রতিনিধির বিক্রয় কর্মী। মঙ্গলবার রাত ৮টায় নতুন বাজার থেকে তাগাদার টাকা নিয়ে মালিকের কাছে যাওয়ার সময় মুক্তিযোদ্ধা সংসদের কাছে চিহ্নিত চোর শরীফ, ভুটনসহ ৪জন অন্তরের পথরোধ করে।
এ সময় ধারালো অস্ত্রে উপর্যুপরি কুপিয়ে ভীতির সৃষ্টি করে। অন্তরের সাথে থাকা সাড়ে ৮হাজার টাকা ও একটি এনড্রয়েড মোবাইল ফোন তারা ছিনিয়ে নেয়। এ ঘটনায় আজ বুধবার (১৬ মে ২০১৮) বিকালে নিকলী থানায় একটি অভিযোগ দায়ের করেছে অন্তরের প্রতিষ্ঠান মালিক তাজ উদ্দিন।
নিকলী থানার পুলিশ ইনচার্জ (তদন্ত) মো. শামছুল আলম সিদ্দিকী অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।