আমাদের নিকলী ডেস্ক ।।
জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভায় জেলা পর্যায়ের ন্যায় উপজেলাগুলোতেও যুব উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
বুধবার (১৬ মে ২০১৮) কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য মো. আব্দুর রাজ্জাক, আ খ ম জাহাঙ্গীর হোসাইন এবং ওয়াসিকা আয়শা খান সভায় অংশগ্রহণ করেন। সভায় বাণিজ্য মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রেরিত প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কৃষিপণ্যের প্রক্রিয়াকরণে বাণিজ্য মন্ত্রণালয়ের অগ্রগতির একটি প্রতিবেদন কমিটির পরবর্তী বৈঠকে প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জন্য সুপারিশ করে।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আওতাধীন বন বিভাগের সকল প্রশিক্ষণ ইনস্টিটিউটের উন্নয়নের জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সঠিক প্রকল্প গ্রহণের বিষয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।
সভায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আওতাধীন বন বিভাগের অধীনে প্রতিটি উপজেলায় টেকনিক্যাল সাপোর্টসহ একটি নার্সারী সরকারীভাবে স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
সভায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আওতাধীন পরিবেশ অধিদপ্তর থেকে যে সব হাউজিং সংস্থা ও শিল্প প্রতিষ্ঠানকে কি কি শর্তে কোন প্রক্রিয়ায় ছাড়পত্র প্রদান করা হয়েছে সে সব বিষয়ে একটি প্রতিবেদন কমিটির নিকট প্রদানের বিষয়ে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন উপজেলা পর্যায়ে যে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে সেখানে মাঠ উন্নয়নের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে সমন্বয়ক করার পরামর্শ দেয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, আইএমইডির সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এতে উপস্থিত ছিলেন। বাসস