শিবলী জামানের কয়েক শব্দ ও মেলা

কয়েক শব্দ

শিবলী জামান

নর্তকীর
পায়ের সঙ্গে
নুপুরের সম্পর্ক
এতটা নিবিড়
না হলে
কার ক্ষতি হতো?
তোমার?
আমার?
নুপুরের?
নর্তকীর?
না নাচের!

 

 

মেলা

শিবলী জামান

রোমান সভ্যতায় ঘুরতে গিয়ে একবার
মেলা দেখে এসেছিলাম; নূপূরের নিক্কনে
নাচ মহলে বেজেছিল সাত সুর
বেদনার; আমি অনুভব করলাম
বীণ বেজে চলেছে আমার মগজে।

Similar Posts

error: Content is protected !!