খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
উপজেলার মজলিশপুর ফকির বাড়িতে শুক্রবার রাতে বিশেষ অভিযানে উছমান মিয়া (৪৮) ও আব্দুস ছমেদ (৫৭) নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে নিকলী থানা পুলিশ। তাদের বাড়ি উপজেলার মজলিশপুর গ্রামে।
নিকলী থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন ভূইয়া জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ সিলেট, ভৈরবসহ বিভিন্ন এলাকা থেকে গাঁজা এনে এ উপজেলায় বিক্রি করছে।
মাদক নিয়ন্ত্রণ অভিযানের অংশ হিসাবে মজলিশপুরের ফকির বাড়ি থেকে দুইজনকে গাঁজাসহ আটক করা হয়েছে। তাদের নামে মাদক আইনে মামলা হয়েছে।