মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন বলেছেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আওয়ীলীগকে আবার ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। আওয়ামীলীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করেছে।
তিনি শনিবার বেলা ১১টায় বগুড়া সদরের গোকুল বালিকা বিদ্যালয়ের হল রুমে গরীব-দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর উদ্যোগে ইউনিয়নের দরিদ্র মানুষের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা পরিষদের সদস্য রুহুল মোমিন তারিক, গোকুল ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীগের সহ সভাপতি সওকাদুল ইসলাম সরকার সবুজ, জেলা আওয়ামীলীগের উপ- দপ্তর সম্পাদক মাশরাফি হিরো, জেলা যুবলীগ নেতা সাজেদুর রহমান সিজু, বাবুল রানা বাবুল, সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইফতারুল ইসলাম মামুন, সহ-সভাপতি কামরুল হুদা উজ্জল, গোকুল ইউনিয়ন আওয়ামীগের আহবায়ক আলী রেজা তোতন, সাবেক সাধারন সম্পাদক নূর আলম খাজা, যুবলীগ নেতা আবু সাইদ পাপ্পু, মোশারফ হোসেন বুলবুল, আবু সাইদ লেলিন, সাব্বির আহম্মেদ স্মরন, ফকরুল ওয়াহেদ শাহেদ, আরিফুল ইসলাম, আনোয়ার পারভেজ, রফিকুল ইসলাম সাজু, আমিনুর ইসলাম, লিটন মিয়া, জিয়াউর রহমান, আব্দুল হানিফ সোহেল, শফিকুল ইসলাম আপেল, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক, রিজু হোসেন, রুহুল আমিন, সদর থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক শামীম হোসেন, সহ সভাপতি গোলাম সারোয়ার মিলন প্রমুখ।