নিজস্ব প্রতিবেদক ।।
নিকলী উপজেলা সদরের পূর্বগ্রামের খামার ব্যবসায়ী মোঃ আনার মিয়ার মুরগির খামারে ৩ দিনে প্রায় ৯০৫ মুরগীর বাচ্চা মারা গেছে। ধারণা করা হচ্ছে এই মুরগির বাচ্চাগুলোকে কোনো পাগলা বেজি কামড়েছে। আগেও এমন ঘটনা নিকলীর বিভিন্ন খামারে ঘটেছে বলে ক্ষতিগ্রস্ত খামারি আনার মিয়া জানান।
তখন এত বিপুল পরিমাণ মুরগির বাচ্চা ক্ষতি কারো হয়নি। তার খামারের ১০০০ (এক হাজার) মুরগির বাচ্চার মধ্যে ৯০৫টি বাচ্চাই মারা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৮ মে ২০১৮)।
এ বিষয়ে আনার মিয়া এই ওয়ার্ডের মেম্বার মোঃ জমির উদ্দিনকে বিষয়টি জানালে তিনি নিকলী সদর ইউনিয়নের চেয়ারম্যানকে জানাবেন বলে জানান।
ক্ষতিগ্রস্ত খামারি আনার মিয়া এই প্রতিবেদকের পরামর্শক্রমে আগামীকাল রোববার থানা যুব উন্নয়ন কর্মকর্তার সাথে এ বিষয়ে কথা বলবেন ও সহযোগিতা চাইবেন বলে জানান।