নিজস্ব প্রতিনিধি ।।
নিকলী বড়বাড়ী ফাউন্ডেশনের উদ্যোগে গত শনিবার (১৯ মে ২০১৮) সিলেটের রায়নগর এলাকায় এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত থেকে সিলেটে কর্মসংস্থানের খোঁজে আসা নিকলীবাসীর খোঁজখবর নেন ফাউন্ডেশন চেয়ারম্যান শফিকুল ইসলাম সাগর।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নিকলীর তরুণ সংগঠক ও উদীয়মান রাজনীতিক এ এম রুহুল কুদ্দুস ভূঞা জনি। এই আয়োজনে শরিক হতে এবং আঞ্চলিক সাধারণ মানুষের সাথে মতবিনিময় করতে তিনি ঢাকা থেকে সিলেটে যান।
এ অঞ্চলে নিকলী উপজেলার প্রায় ৫ শতাধিক মানুষের বসবাস। সব ইউনিয়নের বাসিন্দাই কম-বেশি রয়েছেন। এর মধ্যে সিংপুর, দামপাড়া ও কারপাশা ইউনিয়নের বাসিন্দাই উল্লেখযোগ্য।
আলোচনায় অংশ নেন স্থানীয় একটি কলেজের শিক্ষক ইটনার মাসুদ করিম, বড়বাড়ী ফাউন্ডেশন ও ইসলামি ফাউন্ডেশন নিকলীর সদস্য আমিনুল ইসলাম, সিলেটে নিকলীর শ্রমজীবী সমিতির সভাপতি ডাক্তার রতন, সাধারণ সম্পাদক জুয়েল, সাবেক সভাপতি মো. সাহাবুদ্দিন প্রমুখ। আলোকচকবৃন্দ নিজেদের মধ্যে ঐক্য গড়ে চলতে সমিতির সকলের প্রতি আহ্বান জানান। এ সময় সমিতির সকল সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠানস্থল একটি নিকলীর মনুষের মিলনমেলায় রূপ নেয়।
সিলেটে বসবাসকারী সমিতির সদস্যরা জানান, আমরা ভাগ্যোন্নয়নে এখানে পড়ে থাকলেও হৃদয়ে জমে আছে কিশোরগঞ্জ তথা নিকলীর প্রতি ভালোবাসা। এই অনুষ্ঠানে পারস্পরিক মতবিনিময়ে নিজেদের মাঝে আরো সৌহার্দ্য বাড়াতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
ইফতার মাহফিলে সিলেট বিভাগীয় কমিশনার ও বড়বাড়ী ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিকুল ইসলাম সাগর, উদীয়মান রাজনীতিক এ এম রুহুল কুদ্দুস ভূঞা জনি উপস্থিতদের মাঝে ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি তারা সিলেট এবং নিকলীতে সকলের পাশে থেকে নিকলীর উন্নয়নে অংশীদার হবার অঙ্গীকার ব্যক্ত করেন।