মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় ২য় দিনের মত আবারো ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২২ মে ২০১৮) দুপুরের দিকে হাটহাজারী সদরের গুরুত্বপূর্ণ কাঁচা বাজার সহ বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে ৬০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক আক্তার উননেছা শিউলী।
মাহে রমজানরে পবিত্রতা ও বাজারে ভেজাল ও ফরমালিনমুক্ত মাংসের দোকান, মাছের দোকান, মুদির দোকান, ফলের দোকানে নোংরা, অস্বাস্থ্যকর, পঁচা বাসি খাবারসহ মেয়াদোউত্তীর্ণ রাখা ও দোকানে নির্ধারিত মূল্য তালিকা না রাখাসহ ভোক্তা আইনে ২৪টি দোকানে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলী।
গত ২ দিনের ভ্রাম্যমান আদালতের অভিযানে সাধারণ ক্রেতাদের একটু স্বস্তি এসেছে। পুরো বাজারে ভেজালের প্রতিযোগিতা চলছে বলেও অভিযোগ করেন অনেক ক্রেতা। প্রশাসন নিয়মিত মনিটরিং করে বাজার নিয়ন্ত্রণ করলে তা হলে কোন ভেজালের বেড়াজালে সাধারণ ক্রেতারা ভোগান্তিতে পড়বে না। প্রশাসনের প্রতি জোর দাবি করেন যেন অভিযানগুলো লোকদেখানো না হয়। প্রত্যেক দোকানে নির্ধারিত মূল্য তালিকা যেন থাকে সেদিকেও প্রশাসনকে নজর রাখতে দাবি জানান।
ভ্রাম্যমান আদালতের অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে পৌরসভার কর্মকর্তা ও থানা পুলিশের এস আই মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।