ইতালিতে রাস্তা থেকে তুলে নিয়ে নারী ধর্ষণ! অভিযুক্তরা বাংলাদেশি!

আমাদের নিকলী ডেস্ক ।।

ইতালির ৪৩ বছরের এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চার বাংলাদেশির বিরুদ্ধে। শুক্রবার (১৮ মে ২০১৮) রাতে দেশটির রাজধানী রোমে এ ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, বাসের জন্য অপেক্ষমান ওই নারীকে জোরপূর্বক দুই বাংলাদেশি গাড়িতে তুলে নেয়। পরে পার্শ্ববর্তী গুইদোনিয়া পৌরসভা এলাকার একটি সেতুর নিচে পরিত্যাক্ত স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে। আগে থেকেই যেখানে অপেক্ষমান ছিল আরোও দুইজন। মহিলাটি বারবার তাদের হাত থেকে বাঁচার চেষ্টা করলেও তাকে ছুরি দিয়ে প্রাণনাশের হুমকি এবং মারধর করে আহত করা হয়।

স্থানীয় ইল জার্নাল পত্রিকার খবরে বলা হয়, ধর্ষণের পর ওই মহিলা কোন মতে পাশের একটি পেট্রল পাম্পে গিয়ে জরুরি নম্বরে কল করলে উদ্ধার কর্মীরা এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।

মহিলার বর্ণনা ও খবরের সূত্র মতে, ওই চারজন ছিল বাংলাদেশি। এই ন্যাক্কারজনক ঘটনার জোর তদন্তে নেমেছে আইন ও নিরাপত্তা প্রশাসনের লোকেরা। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে না পারলেও নিরাপত্তা ক্যামেরাগুলো খতিয়ে দেখছে এবং দ্রুতই অপরাধীদের আটক করে আইনের আওতায় আনা হবে বলে খবরের সূত্রে জানা যায়।

ইতালি প্রবাসী বংলাদেশিরা চায়, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ইতালিতে সুনাম ও বিশ্বাসের সাথে বসবাস করে আসছে বাংলাদেশিরা।কিছুদিন আগেও ইতালির ফিরেন্সে শহরে এক ইতালিয়ান নারীকে যৌন নির্যাতনের হাত থেকে রক্ষা করে ব্যাপক সুনাম অর্জন করে এক বাংলাদেশি।

সূত্র : ইতালিতে রাস্তা থেকে তুলে নিয়ে ৪৩ বছরের নারীকে ৪ বাংলাদেশির ধর্ষণ!  [বিডি মর্নিং, ২৩ মে ২০১৮]

Similar Posts

error: Content is protected !!