ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদের ইফতার মাহফিল আগামীকাল

নিজস্ব প্রতিনিধি ।।

ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদ প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল। আগামীকাল শনিবার (২৬ মে ২০১৮) ৯ম রোজায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানটি শুরু হবে বিকাল সাড়ে ৫টায়।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি থাকবেন নিকলী-বাজিতপুরের (কিশোরগঞ্জ-৫) সংসদ সদস্য আলহাজ্ব মো: আফজাল হোসেন। বিশেষ অতিথি থাকবেন সাবেক সচিব কারার মাহমুদুল হাসান। এছাড়াও অতিথি থাকবেন ঢাকাস্থ নিকলী সমিতির সাধারণ সম্পাদক মুশতাক আহম্মদ লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংগঠনের গঠনতন্ত্র অনুমোদনসহ সার্বিক ব্যাপারে পরামর্শ দেয়ার জন্য ঢাকায় বসবাসরত নিকলী উপজেলার সিনিয়র ব্যক্তিবর্গের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদের আয়োজকবৃন্দ। এছাড়াও উক্ত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে ঢাকায় পড়াশোনা করছে এমন নিকলীর সকল শিক্ষার্থীকে উপস্থিত থাকার জন্য সংগঠনটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদ একটি গতিশীল ছাত্র সংঘ; যা পরিচালিত হচ্ছে নিকলীর কিছু মননশীল ও মেধাবী ছাত্রছাত্রীদের দ্বারা। তাদের পথচলা শুরু হয় ২০১০ সালে। বছরের বিভিন্ন সময়ে তারা ঢাকায় পড়াশোনারত শিক্ষার্থীদের নিয়ে নানান কর্মসূচির আয়োজন করে থাকে। এছাড়াও তারা ঢাকায় আসা নতুন শিক্ষার্থীদের শিক্ষামূলক পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকে।

ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদ-এর যাবতীয় খবরাখবর নিয়মিত আপডেট পেতে সংগঠনের ফেসবুক গ্রুপে যুক্ত থাকারও আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। গ্রুপ লিংক

Similar Posts

error: Content is protected !!