মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।
হাটহাজারীতে উত্তর মেখল সবুজ শান্তি নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে ইছাপুরস্থ মরিয়ম আর্কেড কমিউনিটি সেন্টারে শুক্রবার ৮ রমজান বিকাল ৫টায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রফিকুল করিমের সভাপতিত্বে মুবিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়্যারম্যান মাহবুবুল আলম চৌধুরী।
প্রধান অতিথি বলেন, এ মাস সাধনার মাস। ইবাদতের মাস, একে অপরের প্রতি ভ্রাতৃত্বের বন্ধন তৈরির মাস। সকল প্রকার অবিচার, ব্যাভিচার, খারাপ কাজ থেকে বিরত রাখতে সকল মুমিন বদ্ধপরিকর। তাই সমাজের যুবকরা যেন ধ্বংসের পথে যেতে না পারে, মদ, গাজা, নেশাখোর, বিভিন্ন অপকর্ম থেকে বিরত থাকতে সামাজিক সংগঠন তৈরি করে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। মাদকাসক্ত হয়ে যুবসমাজ যেন ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছতে না পারে সে হিসেবে সামাজিক সংগঠনগুলো কাজ করে যেতে হবে। তিনি সবুজ শান্তি সংগঠনের উন্নত ও মঙ্গ কামনা করেন। সংগঠনের সামাজিক কার্যক্রমের সন্তুষ্টি প্রকাশ করেন অথিতিবৃন্দরা। ভবিষ্যতে মানবতার জন্য কাজ করার গুরুত্বারোপ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ মোরশেদ, সবুজ সংগঠনের পৃষ্ঠপোষক ও গ্লোবাল ইনফরমেশন অফিসার এম এ রহিম শাহ, সরোয়ার্দী, নুরুল আমিন সিরাজ মেহেদী, আব্দুর রহমান, জাফর ইকবাল, জিএম সাইফুল ইসলাম, এমদাদুল হক এমদাদ, সালাউদ্দিন, সবুজ শান্তি সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিলের অনুষ্ঠান সমাপ্ত হয়।