মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মৃত আশরাফ আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ কমান্ডার (৭০) এবং ধলই ইউনিয়নের সফিনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল হক (৬৮) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন।
দুই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। জাতি তাদের সূর্য সন্তানদের হারিয়ে দিশেহারা। জাতির এই বীর সৈনিকরা ৭১’এ মৃত্যুর ভয় জয় করে দেশকে করেছে স্বাধীন আর মৃত্যুকে করেছে পরাজয়।
তাদের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ, হাটহাজারী মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলার সকল মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড এবং হাটহাজারীর সকল বীর মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ।
এদিকে বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ কমান্ডারের জানাজা ফরহাদাবাদ এতিমখানা মাঠে তিনটায় এবং নুরুল হকের জানাজা বিকাল সাড়ে চারটার সময় তার নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত হয়।