আমাদের নিকলী ডেস্ক ।।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ঢাকা মো: নুরুন্নবী-এর সভাপতিত্বে লটারি ড্র কমিটির সদস্যবৃন্দের উপস্থিতিতে গতকাল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে সিনিয়র সহ-সভাপতি ও বাফুফে জাতীয় লটারি কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। উপস্থিত সদস্যরা হলেন : ড. মোঃ নজরুল ইসলাম, ডা. মোঃ হামিদুল হক, মোঃ মাছুম পাটোয়ারী, মোঃ আবু নাইম সোহাগ, আলম কবির। লটারি ড্র-এর ফলাফল নিম্নরূপ :
প্রথম পুরস্কার : ১টি ঢাকায় ১টি ফ্যাট বাড়ি অথবা ৩০ লাখ টাকা, টিকেট নং- চ৬৪১৮১০।
দ্বিতীয় পুরস্কার : ১টি ৫ (পাঁচ) লাখ টাকা, টিকেট নং-ঙ২৬৭৭৭৩।
তৃতীয় পুরস্কার : ১টি ২০০০০০ (দুই লাখ) টাকা, টিকেট নং-ঘ২৬১২৯৯।
চতুর্থ পুরস্কার : ৫টি ১০০০০ (দশ হাজার) টাকা প্রতিটি, টিকেট নং চ৬৬০৯২৪, খ১২৯০০৯, ঝ৩৮৩৫৩৫, ঝ৯১৭১৭০ এবং ঞ১৩৪৬১৩।
পঞ্চম পুরস্কার : ৬টি, ৫০০০ (পাঁচ হাজার) টাকা প্রতিটি, টিকেট নং ক১২৮৬১৭, জ২৭৫০০৩, ছ৬৪৩৮৩৯, ক১১৯২৭১, ঝ৯৭২১৮১ এবং ক১০৬০৭১।
৬ষ্ঠ পুরস্কার : ৬১০টি, ২০০০ (দুই হাজার) টাকা প্রতিটি (‘ক’ হতে ‘ঞ’ পর্যন্ত সকল সিরিজের জন্য প্রযোজ্য) টিকেট নং ৩২৮৭৩৩, ১২৮৫১৪, ৫৪৩০২৪, ৯২৬৫০৫, ১২০১১৯, ৫৩৩৯৬৫, ৫৬২৪০৯, ৫০৯৯৬৫, ৬৫৩৮৯৩, ৭২৯৬০৩, ৫৩৭৫৯৩, ২৬১৩৮০, ৯৭২৪৫৪, ৯৭৬৯০৫, ১৩১৪৮৬, ৬৮৯৭৯১, ১৪৯৫০০, ৪৯৫১৯২, ৩২৬১৭৩, ২৭২১১১, ১৫০৪৪৪, ৬৯৬৪৫৬, ৯৩৭৭২৪, ৪৯৮০৭০, ৯৭৭৭৫৭, ৫৬১৩৬৩, ৩৭৮৩৩৮, ৫৫৯৯৮৮, ২৬২৮৮৩, ১২১৮৩৪, ৫৫১৬৬৮, ৬৫৮৫৭৩, ২৭১৮২৫, ৬৬২২৭২, ১২১৪৭০, ২৭৩৯০৫, ৯৭৩৯৩৪, ৪৯৭৪০৪, ৫৬৬৩৫২, ৮৫২৩৯০, ৩৬২২৫৭, ১২৭৬০৭, ৫৫৯৫৯৮, ৫৪৬৯৫৬, ৫৫৬৩৬৫, ৩৬৬০৮৬, ১৪৫১৩৪, ৪৯৫৯৭৮, ৯৩০২৪০, ৫৫৩৮২৫, ৫২৩৩৬১, ৫৫৩৯৪৫, ৫০১৭৭৩, ৯৩৪১০৪, ৯৭২৭৩১, ৯৭৪৩৮৩, ৪৯২৮৮৫, ৩১১৭৩৩, ৫৫৭৭২৭, ৩৬০২২০, ৩৭৭৯৫৮।