সংবাদদাতা ।।
কমনওয়েলথ ইয়ুথ গেমসে সুইমিংয়ে আশা টিকিয়ে রেখেছিলেন নিকলীর কৃতি সন্তান আরিফুল ইসলাম। বুধবার ৯ সেপ্টেম্বর সামোয়াতে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে আরিফুল ইসলাম ৩০.৯০ সেকেন্ড সময় নিয়ে ১৬ জনের মধ্যে নবম হন। নিয়ম অনুযায়ী ফাইনালে ওঠার জন্য অন্তত ৮ম হওয়া দরকার ছিল।
আরিফুলের বাড়ি নিকলী সদরের মাইজহাটি গ্রামে। বাবার নাম ইন্নছ আলী। এক বোন আর তিন ভাইয়ের মাঝে সে সবার বড়।