নিকলীতে কিশোরীর রহস্যজনক মৃত্যু

খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।

নিকলীতে পাখি আক্তার (১৫) নামে এক কিশোরীর নিজ ঘরে ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়েছে। সে উপজেলার বদরপুর গ্রামের মফিল উদ্দিনের কন্যা। রোববার (২৭ মে ২০১৮) সকালে তার লাশ মর্গে পাঠিয়েছে নিকলী থানা পুলিশ।

জানা যায়, নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের বদরপুর গ্রামের মফিল উদ্দিন ভাগ্যাণ্বেষণে দীর্ঘ দিন পূর্বে বন্দর নগরী চট্টগ্রাম চলে যান। স্বচ্ছলতা ফিরলে বছর পূর্বে স্ত্রী-কন্যাসহ নিজ বাড়িতে ফিরে আসেন। অধূনা তার মেয়ে পাখির সাথে উপজেলা সদরের বাসিন্দা ও প্রবাসী ফুফাত ভাইয়ের বিয়ের কথা চলছিলো। এরই মধ্যে গত শনিবার বিকালে নিজ ঘরের আঁড়ার সাথে ফাঁসিতে ঝুলে তার মৃত্যু হয়।

নিকলী থানায় একটি ইউডি মামলা রুজু হয়েছে।

Similar Posts

error: Content is protected !!