মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
রোববার (২৭ মে ২০১৮) বিকালে বগুড়ার মহাস্থান ঈদগা মাঠে রায়নগর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে মাদক, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিয়ে বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজুর সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর।
প্রধান অতিথি বলেন, নিজ নিজ অবস্থান থেকে যদি প্রত্যেকে সহযোগিতা করেন তাহলে সমাজ থেকে মাদকসহ সকল অনৈতিক কর্মকাণ্ড দূর করা সহজ হবে। তিনি সবাইকে মাদকসহ সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, শিবগঞ্জ থানা ইন্সপেক্টর (তদন্ত) আনিছার রহমান, ইন্সপেক্টর (অপারেশন) জাহিদ হোসেন, এস আই (ওসিআরসি) রাজশাহী রেঞ্জ আয়নাল হক, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য তোফাজ্জল হোসেন তোফা, আলাউদ্দিন, শাহীন, যুবলীগ নেতা তাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা রাজুসহ এলাকার সুধীজন।