নিকলীতে ৪ জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদর ও জারুইতলা ইউনিয়নে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী ও দুই জুয়াড়িকে গত মঙ্গলবার (২৯ মে ২০১৮) রাত ১১টায় গ্রেফতার করেছে নিকলী থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে গাঁজা ব্যবসায়ী উপজেলার জারুইতলা ইউনিয়নের আঠারবাড়িয়া গ্রামের ইদ্রিস মিয়া (৫৫) ও কটিয়াদী উপজেলার করুয়াপাড়া গ্রামের নুরুল মিয়া (২৮)। জুয়াড়িরা হলো নিকলী সদর ইউনিয়নের দরগাহাটির বাহার উদ্দিন (৪২) ও মহরকোনা গ্রামের আবু কালাম (৪০)।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন ভূইয়া জানান, মাদক নির্মূল অভিযানের অংশ হিসেবে উপজেলার আঠারবাড়িয়ার রুবেল মিয়ার বাড়িতে অভিযানে ১শ’ পুরিয়া গাঁজাসহ ২জন ও একই অভিযানের অংশ হিসেবে সদরের নতুন বাজারের একটি মাছের আড়ৎ থেকে দুই জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

নিকলী থানায় পৃথক দু’টি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের (৩০ মে ২০১৮) বুধবার আদালতে পাঠানো হয়েছে।

Similar Posts

error: Content is protected !!