খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদর ও জারুইতলা ইউনিয়নে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী ও দুই জুয়াড়িকে গত মঙ্গলবার (২৯ মে ২০১৮) রাত ১১টায় গ্রেফতার করেছে নিকলী থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে গাঁজা ব্যবসায়ী উপজেলার জারুইতলা ইউনিয়নের আঠারবাড়িয়া গ্রামের ইদ্রিস মিয়া (৫৫) ও কটিয়াদী উপজেলার করুয়াপাড়া গ্রামের নুরুল মিয়া (২৮)। জুয়াড়িরা হলো নিকলী সদর ইউনিয়নের দরগাহাটির বাহার উদ্দিন (৪২) ও মহরকোনা গ্রামের আবু কালাম (৪০)।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন ভূইয়া জানান, মাদক নির্মূল অভিযানের অংশ হিসেবে উপজেলার আঠারবাড়িয়ার রুবেল মিয়ার বাড়িতে অভিযানে ১শ’ পুরিয়া গাঁজাসহ ২জন ও একই অভিযানের অংশ হিসেবে সদরের নতুন বাজারের একটি মাছের আড়ৎ থেকে দুই জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
নিকলী থানায় পৃথক দু’টি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের (৩০ মে ২০১৮) বুধবার আদালতে পাঠানো হয়েছে।