হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত ২

মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।

চট্টগ্রামের হাটহাজারীতে ধলই পুল নামক স্থানে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাহেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ মে ২০১৮) রাত সাড়ে এগারটার সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, হাটহাজারী বাজার থেকে মোটরসাইকেল যোগে ফটিকছড়ি বাড়ি ফিরছিল। নাজিরহাট মহাসড়কের সৈয়দ কোম্পানি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহেদকে মৃত ঘোষণা করেন। আহত ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত ডাক্তার।

নিহত সাহেদ আলী ফটিকছড়ি পৌরসভার ৪নং ওয়ার্ড দক্ষিণ রাঙ্গামাটিয়া ইউছুফ আলী চৌধুরী বাড়ির জহুর আলমের পুত্র। এ দুর্ঘটনায় আহতরাও একই এলাকার দুলালের পুত্র রায়হান (১৯) এবং সুন্দরপুরের মাহমুদুল হাসানের পুত্র ফোরকান (২৩) গুরুতর আহত হয়।

নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার দুর্ঘটনায় একজনের মৃত এবং আহত দুইজনের কথা নিশ্চিত করেছেন।

নিহত সাহেদ

Similar Posts

error: Content is protected !!