খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনসহ বুধবার (৩০ মে ২০১৮) বিকালে উপজেলা সদরের পুরান বাজারের শিমুল শপিং কমপ্লেক্সের দু’তলায় দোয়া ও ইফতার মাহফিল করেছে দলটির নিকলী উপজেলা শাখা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিকলী উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদল সভাপতি ও বিএনপির উপজেলা সহ-সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম।
ইফতার মাহফিলে উপজেলা বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মানিক মিয়া, সহ-সভাপতি মোজাম্মেল হক আবীর, হাজী মাসুক মিয়া, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ, সহ-সম্পাদক তাপস সাহা অপু, যুবদল নেতা আসাদুজ্জামান মানিকসহ উপজেলার ৭ ইউনিয়নের ওয়ার্ড সভাপতি, সম্পাদকসহ সহস্রাধিক নেতাকর্মি অংশগ্রহণ করেন।