আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজের প্রাক্তণদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক ।।

কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজের প্রাক্তণ ছাত্রদের সংগঠন “এলামনাই এসোসিয়েশন অব আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজ” আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার (১ জুন ২০১৮) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি রাজধানীর মতিঝিলে ইসলাম চেম্বারে অনুষ্ঠিত হয়। এতে অন্তত তিনশ’ প্রাক্তণ ছাত্র অংশ নেন। প্রাণের টানে, বন্ধুত্বের ভালোবাসায়, ছোটবেলার স্কুল আর হোস্টেল জীবনের স্মৃতিচারণায় অনুষ্ঠানটি পরিণত হয় এক অনুপম মিলনমেলায়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে ইফতার ও দোয়া মাহফিল শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৯৩ ব্যাচের ফুরকান। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই তাদের স্মৃতিচারণ করেন। হারিয়ে যান অতীতের সেই দুরন্ত আর শৃঙ্খলাপূর্ণ জীবনে।

ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক তত্বাবধানে ছিলেন এম.বি.এম. লুৎফুল হাদী সজল (৯১ ব্যাচ), মাজহার ইসলাম (৯৫ ব্যাচ), শাহীন খান (৯৭ ব্যাচ), রাজিউল ওসমান জয় (৮ ব্যাচ) সহ আরো অনেকে।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত সবাইকে আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। চলতি বছরের আর্থিক ব্যবস্থাপনায় থাকা এবং সবাইকে একই রংয়ের টি-শার্টে রাঙানো এসএসসি ২০০৬ ব্যাচকে সকলের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানান ৯৫ ব্যাচের মাজহার ইসলাম।

উল্লেখ্য, গত ২০১১ সাল থেকে নিয়মিত এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে আসছে “এলামনাই এসোসিয়েশন অব আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজ”। এবার ছিল এর অষ্টম আয়োজন। আগামীতে আরো সুন্দর, উপভোগ্য ও আনন্দময় অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠান শেষ করা হয়।

Similar Posts

error: Content is protected !!