রাশিয়ার স্টার্টআপ ভিলেজে বাংলাদেশি উদ্ভাবকরা

নিজস্ব প্রতিবেদক ।।

গত ৩১ মে থেকে ১ জুন প্রথমবারের মতো রাশিয়ার স্টার্টআপ ভিলেজে অংশ নিয়েছে বাংলাদেশ। রাশিয়া ও সিআইএস অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে আয়োজিত সবচেয়ে বড় মেলা এই স্টার্টআপ ভিলেজ; যা প্রতিবছর রাশিয়ার স্কোলকোভো শহরে অনুষ্ঠিত হয়। মেলায় অংশ নিয়েছে সারা পৃথিবী থেকে নামী দামী আইটি কোম্পানি।

স্কোলকোভো ফাউন্ডেশন আয়োজিত মেলায় প্রথমবারের মতো অংশগ্রহণকারী ডিজিটাল প্রেসক্রিপশন সফটওয়্যার বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে।

ডিজিটাল প্রেসক্রিপশন এমন একটি সফটওয়্যার যেটি ব্যবহারের ফলে ডাক্তারগণ খুব সহজে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব, মোবাইল যে কোন ডিভাইসের মাধ্যমে প্রেসক্রিপশন তৈরি করতে পারেন। এই সফটওয়্যারটি ব্যবহার করলে বিশেষজ্ঞ ডাক্তারগণ সফটওয়্যারের মধ্যে প্রয়োজনীয় সকল তথ্য ও ডাটা খুব সহজে পেয়ে যাবেন।

এ বিষয়ে ডিজিটাল প্রেসক্রিপশনের উদ্যোক্তা ও ইনফোকেয়ার-এর সিইও আনিসুর রহমান বলেন, আমরা খুবই আনন্দিত বাংলাদেশের আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতায় ডিজিটাল প্রেসক্রিপশন সফটওয়্যারটি আন্তর্জাতিক ভাবে তুলে ধরতে পেরেছি। এজন্য তিনি আইসিটি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞ।

Similar Posts

error: Content is protected !!