সংবাদদাতা ।।
বাজিতপুর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মোঃ আশরাফুল আলম (আশরাফ)কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমান আদালত। গত শনিবার ১২ সেপ্টেম্বর দুপুরে বাজিতপুর থানার এসআই আবুল কাশেম বাজিতপুর ইসলামিয়া হোটেল থেকে তাকে ৫টি ইয়াবাসহ আটক করে। পরে বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.জেড.এম. শারজিল হাসান-এর ভ্রাম্যমান আদালতে আশরাফুল আলমকে হাজির করে ইয়াবা সেবন ও বিক্রির অপরাধে দোষী সাব্যস্ত করে এই রায় প্রদান করেন।