মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।
চট্টগ্রমের হাটহাজারী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা গতকাল রোববার (৩ জুন ২০১৮) বিকালে হাটহাজারী উপজেলা পরিষদ মিলতায়তনে অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের আহ্বায়ক খোরশেদ আলম শিমুল ও সদস্য সচিব আসলাম পারভেজের সঞ্চালনায় ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দীন মুনির, হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস এম মোরশেদ আলম চৌধুরী, অধ্যক্ষ ফরিদ আহমদ, অধ্যক্ষ শহিদুল ইসলাম, হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক যথাক্রমে শিপক কৃঞ্চ দেবনাথ ও মোরশেদুল আলম, যুবলীগ নেতা মোহাম্মদ হোসেন, ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়্যারম্যান যথাক্রমে মো: ইদ্রিস মিয়া তালুকদার ও আলী আকবর, ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহছান লাভু, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাঈদা আলম, হাটহাজারী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলী আহমদ, শিক্ষক সমিতি হাটহাজারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফিরোজ চৌধুরী, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অশোক কুমার নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আবছার, সমবায় কর্মকর্তা আমানুল্লাহ খান, সমাজসেবা কর্মকর্তা বিল্লাহ আহমদ খান, আবদুল মাবুদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম তালুকদার, জাগৃতির সাবেক সভাপতি আসলাম মোরশেদ, পৌরসভা দোকানদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিউল আলম, কাচারী সড়ক বণিক সমিতির সভাপতি মোহাম্মদ রাশেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবু, সাবেক সভাপতি জসিম উদ্দীন সিকদার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক লোকমান সিকদার, হাটহাজারী মডেল থানার ওসির প্রতিনিধি মো. একরাম উল্লাহ, থানার ডিএসবি মো: সোলাইমান, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর সভাপতি আজিজুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক হাসান মুকুল, হাটহাজারী কলেজের সাবেক ভিপি শেখ খোরশেদুর জামান, অধ্যাপক শাহ আলম, মুক্তিযোদ্ধা সন্তান আবু সাঈদ, শিক্ষক নেতা মোঃ ইকবাল, উপজেলা ছাত্রদল নেতা কাজী এরশাদ উদ্দীন, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক দিদারুল আলম দুলাল, সাংবাদিক শ্যামল নাথ, মির্জা মোহাম্মদ ইমতিয়াজ শাওন, মো.আলাউদ্দীন, একে এম নাজিম, মাহমুদ আল আজাদ, সুমন পল্লব প্রমুখ।
বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। বিশ্বের মুসলমানরা রমজান মাসের রোজা রেখে সংযম পালন করেন। পবিত্র এ রমজান মাসে হাটহাজারী প্রেস ক্লাব কর্তৃপক্ষ রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করে একটি মহত কাজ করেছেন। তাছাড়া প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিক এলাকার সম্যসার উন্নয়নের কথা সংবাদপত্রে প্রচার করে জনস্বার্থ রক্ষার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করে থাকেন।
বক্তারা হাটহাজারী প্রেস ক্লাবের সমৃদ্ধি কামনা করেন। উক্ত ইফতার মাহফিলে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করে দোয়া পরিচালনা করেন ফটিকা বাইতুর শুক্কুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু নাইম।