আমাদের নিকলী ডেস্ক ।।
সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে একযোগে ৩১টি জেলা ও মহানগর শাখার নিউক্লিয়াস কমিটির অনুমোদন দিয়েছে জাতীয়তাবাদী যুবদল। শুক্রবার (১ জুন ২০১৮) রাতে সংগঠনের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এসব কমিটি অনুমোদন দেন।
এই ৩১টি জেলা ও মহানগর শাখার মধ্যে কিশোরগঞ্জ জেলা যুবদলের কমিটিও রয়েছে। পাঁচ সদস্যবিশিষ্ট নিউক্লিয়াস কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রের অনুমোদন নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
ঘোষিত কমিটিতে কিশোরগঞ্জ জেলার সভাপতি হলেন খসরুজ্জামান শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুমন।
পাঁচ সদস্যবিশিষ্ট নিউক্লিয়াস কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ শাহীন, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান পার্নেল।
সূত্র : কিশোরগঞ্জ জেলা যুবদলের নতুন কমিটি [কিশোরগঞ্জ নিউজ, ৩ জুন ২০১৮]