হাটহাজারীতে অভিযানে চোলাই মদ, গাঁজা, ইয়াবাসহ আটক ১১

মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।

সারা দেশের মতো হাটহাজারীতে পুলিশের বিশেষ অভিযানে ১১০ পিস ইয়াবা, ৫০ লিটার দেশীয় চোলাই মদ, ২৫০ গ্রাম গাঁজা ও ৮ জুয়ারিসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ জুন ২০১৮) দিবাগত রাতে মডেল থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে চোলাই মদ, গাঁজা, ইয়াবাসহ জুয়ারিদের আটক করে। অভিযান পরিচালনায় ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম, ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর সহ সঙ্গীয় ফোর্স। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনের দক্ষিণ-পূর্ব দিকে নালা পাহাড়ে পরিত্যক্ত অবস্থায় একটি অটোরিক্সা থেকে পৌনে এগারোটার সময় ৫০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে এসআই হোসেন বাদি হয়ে মামলা রুজু করেন।

অপরদিকে মেখল ইউনিয়ন আবদুস ছবুরের পুত্র জুয়েল বাপ্পীকে ৫৩ পিস ইয়াবাসহ আটক করেন। থানায় মামলা রুজু হয়েছে। মেখল থেকে মোঃ ফরিদের পুত্র আবু সাদেক (৩১) ৫৭ পিস ইয়াবাসহ আটক করেন।

এদিকে পৌর এলাকার আদর্শ গ্রাম উত্তর পাহাড় থেকে মৃত সুলতান ফকিরের পুত্র শাহ জাহান পেঞ্জাকে (২৮) ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। ফতেপুর ইউনিয়নস্থ মদনহাট এলাকা থেকে ৮ জুয়ারিকে আটক পুলিশ।

মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর সত্যতা স্বীকার করে বলেন, রমজান মাসে পুলিশের এই মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Similar Posts

error: Content is protected !!