সংবাদদাতা ।।
কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেন নিকলী উপজেলার ৪৬৫১ জন জেলের মধ্যে রোববার পরিচয়পত্র বিতরণ করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব আলম সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মুহাম্মদ জিয়াউল হক, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম প্রমুখ।