মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
মহাস্থান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ মহাস্থান এসএমই শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক বগুড়া জোন-এর ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, শিবগঞ্জ, বগুড়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর, সাবেক এমপি শাহাদাতুজ্জামান, মেয়র শিবগঞ্জ পৌরসভা তৌহিদুর রহমান মানিক, রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, অধ্যক্ষ আবুল খয়ের, সাখাওয়াত হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন শাখা প্রধান আবুল কালাম সিদ্দিকী, আলোচক মাওলানা আমিনুর রহমান আলোচনা শেষে সকলের জন্য দোয়া করেন। ব্যাংকের সকল কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।