ধূপাহাটিতে মাসের প্রথম মঙ্গলবার স্বাস্থ্যসেবা দিচ্ছে স্যাটেলাইট ক্লিনিক

কারার ইমরান মাহাদী নিয়ন, নিজস্ব প্রতিনিধি ।।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিচালিত “স্যাটেলাইট ক্লিনিক”-এর মাধ্যমে আজ নিকলী সদর ইউনিয়নের ধূপাহাটিতে বিভিন্ন স্বাস্থ্যসেবা দেয়া হয়েছে। এই ইউনিয়নে ৮টি স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে সেবা প্রদান করা হয়ে থাকে।

নিকলী সদর ইউনিয়নের ধূপাহাটিতে বাবু জীবন আচার্য্যের বাড়িতে আজ সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিচালিত “স্যাটেলাইট ক্লিনিক”-এর মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্যসেবা মূলক কার্যক্রম পরিচালিত হয়। ধূপাহাটির এই কার্যক্রমে যেসব বিষয়ে সেবা দেয়া হয়েছে : মা ও শিশু স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা ও পদ্ধতি সরবরাহ এবং কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা।

স্যাটেলাইট ক্লিনিকের এই কার্যক্রম নির্দিষ্ট গ্রামভিত্তিক একেকদিন দিন একেক জায়গায় পরিচালিত হয়। প্রতি মাসের প্রথম মঙ্গলবার ধূপাহাটিতে তারা নিয়মিত এই সেবা দিয়ে থাকেন। সপ্তাহের বাকি দিনগুলো ধারাবাহিকভাবে অন্যান্য গ্রামে ক্যাম্প করে থাকে।

Similar Posts

error: Content is protected !!