নিজস্ব প্রতিনিধি ।।
প্রতিবছরের মতো এবারো ইফতার ও দোয়া মাহফিল করেছে কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম, ঢাকা। এতে একে একে যোগ দেন বিএনপি-আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। বাদ যাননি সাবেক ও বর্তমান এমপিরাও। মঙ্গলবার (৫ জুন ২০১৮) বিকেল ৬টায় জাতীয় প্রেসক্লাবের (তৃতীয় তলা) কনফারেন্স লাউঞ্জে এই আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজধানী ঢাকায় বসবাসরত কিশোরগঞ্জের সাংবাদিকদের আয়োজনে এই ইফতার মাহফিল ও আলোচনা সভায় কিশোরগঞ্জ জেলার নানা শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত হন। এ সময় ইফতার-পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন উপস্থিত অতিথিবৃন্দ, সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিকলী-বাজিতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দীয়া-কটিয়াদী) আসনের এমপি এডভোকেট সোহরাব উদ্দিন, সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান রঞ্জন, সিআইডি’র অতিরিক্ত ডিআইজি ও কটিয়াদী থানা সমিতি-ঢাকার সভাপতি আব্দুল কাহার আকন্দ (বিপিএম, পিপিএম বার), কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-ঢাকা সভাপতি আজিজুল হক এরশাদ, সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, সহ-সভাপতি এ কে এম শহিদুল হক ও সীমান্ত খোকন, সাধারণ সম্পাদক হামিদ মোহাম্মদ জসিম, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, ডিইউজে যুগ্ম সম্পাদক এরফানুল হক নাহিদসহ আরো অনেকে।
ইফতার মাহফিলের আগে বক্তব্যে বক্তারা কিশোরগঞ্জ জেলার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার ঘোষণা দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হামিদ মোহাম্মদ জসিম। কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সদস্য এবং নিকলী উপজেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদমাধ্যম “আমাদের নিকলী.কম“-এর উপদেষ্টা সম্পাদক মুশতাক আহম্মদ লিটন ও ব্যবস্থাপনা সম্পাদক আজমল আহছান এ সময় উপস্থিত ছিলেন।